বুধবার ৮ অক্টোবর ২০২৫ - ১০:১৪
ইরানের ক্ষেপণাস্ত্রের পরিসীমা সীমিত করার দাবিতে যুক্তরাষ্ট্রকে তেহরানের কঠোর সতর্কবার্তা

ইরানের সশস্ত্র বাহিনীর বিচার বিভাগীয় সংস্থার প্রধান হুজ্জাতুল ইসলাম আহমদ রেজা পুরখাকান যুক্তরাষ্ট্রের দাবিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন, যাতে তেহরানকে তার ক্ষেপণাস্ত্রের পরিসীমা ৫০০ কিলোমিটারের নিচে নামাতে বলা হয়েছিল। তিনি বলেন, “ওয়াশিংটনকে এই কল্পনাই কবর দিতে হবে।”

হাওজা নিউজ এজেন্সি: ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এয়ারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী মুসাভির সঙ্গে এক বৈঠকে হুজ্জাতুল ইসলাম পুরখাকান বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা সাম্প্রতিক ১২ দিনের আরোপিত যুদ্ধে একটি নির্ণায়ক ভূমিকা পালন করেছে। তিনি জোর দিয়ে বলেন, এসব অস্ত্রের অত্যন্ত নিখুঁত লক্ষ্যভেদ ক্ষমতা ও ধ্বংসাত্মক শক্তি জায়নিস্ট শত্রুকে আত্মসমর্পণ করতে এবং যুদ্ধবিরতির অনুরোধ জানাতে বাধ্য করেছে।

হুজ্জাতুল ইসলাম পুরখাকান এ সময় শহীদ তেহরানি মোকাদ্দাম, হাজিজাদে, বাকেরি এবং অন্যান্য শহীদ প্রতিরক্ষা সৈনিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি আরও বলেন, আইআরজিসি কর্তৃক আইন আল-আসাদ ও আল-উদেইদ ঘাঁটিতে পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলাগুলো ইরানের আঞ্চলিক প্রভাব ও কৌশলগত সামর্থ্যের এক অভূতপূর্ব প্রদর্শন ছিল। তাঁর ভাষায়, আজ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি “শিশুহন্তা জায়নিস্ট শাসকদের জন্য এক চিরস্থায়ী দুঃস্বপ্নে” পরিণত হয়েছে।

অন্যদিকে, জেনারেল আমির আলী মুসাভি বৈঠকে আইআরজিসি এয়ারোস্পেস ফোর্সের সাম্প্রতিক সংঘাতে ভূমিকা তুলে ধরে বলেন, প্রয়োজনীয় মেরামত ও প্রস্তুতি সম্পন্ন করার পর বাহিনীটি এখন সম্পূর্ণ প্রস্তুত, যেন যে কোনো হুমকি বা শত্রুর দুঃসাহসী পদক্ষেপের বিরুদ্ধে দৃঢ় ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha